Welcome to Ghorer Ranna.
আল্লাহর উপর ভরসা
আল্লাহর উপর ভরসা
নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সাহাবারা ব্যবসায় সততা, নিষ্ঠা এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে সফল হয়েছিলেন। ব্যবসার আগে তারা সঠিক পরিকল্পনা করতেন, কঠোর পরিশ্রম করতেন, এবং সব সিদ্ধান্তের পর আল্লাহর সাহায্যের জন্য দোয়া করতেন। তারা জানতেন, সফলতা আসলেই আল্লাহর ইচ্ছায়, তাই চেষ্টা করার পর তাওয়াক্কুল করতেন। নবী ﷺ বলেছেন, “তোমার উট বেঁধে রাখো, তারপর আল্লাহর উপর ভরসা করো।” অর্থাৎ প্রস্তুতি এবং পরিকল্পনার পর অন্তরের আস্থা রাখতে হয় আল্লাহর প্রতি। তারা কখনো মিথ্যা, প্রতারণা বা অসততার আশ্রয় নিতেন না, কারণ ব্যবসায় ন্যায়পরায়ণতা ও সততা ছিল তাদের নীতি। ব্যবসার লক্ষ্য ছিল শুধু মুনাফা নয়, বরং হালাল উপার্জনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন। তারা পারস্পরিক সম্মান ও সদাচরণ বজায় রাখতেন, যেন ব্যবসা সম্পর্ক গভীর বিশ্বাসের ওপর দাঁড়ায়। সময়মতো ধৈর্য ধারণ করতেন এবং কঠিন সময়েও আল্লাহর ওপর ভরসা করেই এগিয়ে যেতেন। এই আদর্শ অনুসরণ করলে আজকের ব্যবসায়ীরাও সফলতা পেতে পারেন, কারণ আল্লাহ তাওয়াক্কুলকারীদের ভালোবাসেন এবং তার সাহায্য অপরিসীম। তাই ব্যবসায় পরিকল্পনা করো, নিষ্ঠার সাথে কাজ করো, এবং সর্বোপরি আল্লাহর ওপর দৃঢ় বিশ্বাস রাখো—সাফল্য তখনই নিশ্চিত হবে ইনশাআল্লাহ।
This is your first post. Edit or delete it, then start writing!